Monday, July 1, 2013

ভেরিয়েবল,কীওয়ার্ডস,ডাটা টাইপ এবং ফরমেট স্পেসিফায়ার

এই পোস্টে আমরা জানব, ভেরিয়েবল কী? কীওয়ার্ড কী? ডাটা টাইপ কী? এবং ফরমেট স্পেসিফায়ার কী এবং বিভিন্ন ডাটা টাইপের ফরমেট স্পেসিফায়ার গুলো কি কি ও সেগুলো কিভাবে ব্যবহার করতে হয়।

ভেরিয়েবল: ভেরিয়েবল বা চলক হল এমন কিছু একটা যেটা নির্দিষ্ট কিছু ডাটা ধারন করে যা পরিবর্তনযোগ্য। তবে একধরনের ভেরিয়েবল আছে যেটার মান পরিবর্তনযোগ্য নয়। সেধরনের ভেরিয়েবলকে স্টেটিক ভেরিয়েবল বলে। মজার ব্যাপার হল আমরা প্রাত্যহিক জীবনে প্রতিনিয়ত ভেরিয়েবল ব্যবহার করি। কীভাবে? ধরি একটা কেরোসিনের বোতল আছে যেটাতে আমরা কেরোসিন রাখি। ধরা যাক কেরোসিনের বোতলটিতে সর্বোচ্চ ৫লিটার তেল রাখা যায়। এখন আমরা চাইলে সেই বোতলে ০-৫ লিটার পর্যন্ত যে কোন মানের তেল রাখতে পারি।